আমি খুঁজিতে গিয়া শুক্তি,সেঁচেছি কেবলি
সিন্ধু ৷ প্রাপ্তির খাতায় শুধুই পেলাম উতলা
তরঙ্গিত ভৎসনা!এক পরিমল ভালবাসায়
নিয়েছি মেঘেরও পিছু শারদীয়   নিলীমা
আসমানে;কেয়া-কামিনির গন্ধ     ফেলে,
সামনে যেথায় পড়ে থাকে শুধু সীমাহীন
হতাশার শূন্যতারা ৷ উদাসী কাশ ভুলেছে
তটিনী পাড়ের ভালবাসা; সুখ       যখন
হারিয়েছে ঐ অধরা দূরের দিকচক্রবালে ৷
তবুও আমি হারিনী,হে ঈষাণের কালবৈশাখী;
বসন্তের সাতরং এর করুণায়! আঁধারের
তড়িৎ আশারা তব দেখায় মোরে প্রাণপ্রিয়া
শ্রাবনী ঢল ৷ পথে-পথে পেয়েছি শুধু  ঘৃৃৃৃণা!
বাচ্যে-বাচ্যে গিলেছি উপহাসের   চীরতা
তিক্ত বিদ্রুপরস!ঝড়ো দমকায় নুয়াইনি
মাঠের সোনালী ফসলের মত ৷ নিশিরও
ক্রন্দন শেষে দেখা দিয়েছি   বারে-বারে  
প্রভাতেরও অর্ক জ্যোতিতে,  আগামীরও
প্রেমে ৷ কাঁটার আঘাতের     ক্ষত-বিক্ষত
করতলের দহন নিভায়
যখন প্রশান্তির তামরস ৷