তখনও না ফুটা কলিরও কালে;
তাপসও কুয়াশা তলে ৷
স্বপ্ন বৃৃৃত্ত কুঞ্জে-কুঞ্জে
রঙিনও ডানার প্রজাপতিরা খেলে ৷


মঞ্জরী-মঞ্জরী দোদুল দুলে ৷
কেবা তারে খোপায় তুলে?
প্রেমেরও প্রিয়াতুর কাব্য ছন্দে
গোলাপ হাসেনা মায়াবিনী টোলে ৷


আকাঙ্খারা যখন পাপড়ি মেলে
সোনা ঝরা তপনও করে ৷
সপ্তবর্ণের রতিরও রাগে,
পবনও টানে কামিনী গানে ৷


খসে পড়ে ভূষণও স্বর্গের;
তুমি-আমি তব একান্ত ক্ষণের ৷
জোয়ারও আসে ভরা গাঙে,
ভালবাসা জাগে আদিরও টানে ৷


শয়নে-গমনে কুহুকিনী ডাকে
নীল কমলে মিলনও আশে ৷
ঘোর ভাঙে আর কোন ডাকে
মিথ্যার টোপে যখন সত্য বশে ৷


অর্ষ হ্রের্ষায়,সর্প প্যাঁচে
কামারও মন্ত্র গতরও জুড়ে ৷
কচু পাতারও জল আয়েশে
নিদ কেটে যায় ঘোরেরও রাতে ৷


সময়পুঞ্জ ঝরা ক্ষণে ,
আবিষ্ট মন বর্ণ-গন্ধে ৷
স্বর্গ ছেড়ে মর্ত বাসে
আত্ন খায়েশে চক্ষু বুজে ৷


শ্যামেরও বাঁশি উদাসে বাজে;
বীণারও তারের সুরেরও মাঝে ৷
শিখন্ডী নৃৃৃৃৃৃত্যে,জ্ঞানও প্রদীপে
তৃৃতীয় নয়নও দৃৃৃৃষ্টি মেলে ৷


অবুঝ বন্য হার মানে,
দেবের তূল্য শ্রদ্ধা-মান্যে ৷
ঐশী সুধায় আত্নার স্নানে,
কৈলাস চূড়ারও ঋষ্য ধ্যানে ৷