চলছে খুপরীত তেলাপোকা জীবন ৷
ঘাপটি মেরে থাকে মাকড় খোক্কস
শীকারেরও প্রতীক্ষায়!
দিনে আতঙ্ক!রাতময় শঙ্কা!
তবুও নীলের সংকেত যখন দেখায় স্বপ্ন,
ঠাট্টা-তামাশার কতইনা মামুলি বাচন!
হে বিপ্লবের শিশু,কে লেখবে আজ ভিতরের
দেয়ালের গল্প?
কলম যে রচে শুধুই সাতপরীর উপাখ্যান!
মিউজের সৃৃৃৃষ্টিতে লেগেছে লালসার ঘুন!
বজ্র রাগ-হেম রাগ,সে কি শুধুই অহমী শাহের
ময়ূর সিংহাসন থেকে ছুড়ে মারা
করুণারও স্বর্ণমোহর?
স্বরসতীর আশীর্বাদ কি কেবলি নরকাসুরের
পুতুল নৃৃৃৃত্য?
গায় দুঃখিনী কোকিলা,হাসে ময়ূরী!
ইডেনে ঢুকেছে যখন ক্ষ্যাপা ষাঁড়,
ড্যাভিডের তাতে কি?
বয়ে যাকনা রক্তগঙ্গা ক্রেটাসের খেয়ালে,
তবুও গোলিয়াথ হাসায় যখন মুখোশের শেষ হাসি!
ডেভিলের মূত্র বর্ষণের মত,আসমান হতে ঝরে
পড়ে হলুদ বৃৃৃষ্টি ধ্বংস ক্রাকানের শোকে!
হে হাসনাহেনা গন্ধে বিভোর চাঁদনী রাত,
মঞ্চে হবে আবার কবে মৃৃৃৃত বিবেকের সাথে
মলিন ঘাসফুলেরও; জীবনের সব
লেনা-দেনার কথোপকথোন?