যাতনার দংশন,রক্ত শোষণ
নয়ত ক্ষুধার তরে শুধু ৷
সপাটে করতলের চাপড়,ভাগ্যে লক্ষ্যভ্রষ্ট মরণ ৷
ফিরে-ফিরে আসা স্বপণ
থ্যাতলানো দেহের ৷ ভয়েতে নয়ত কাবু তবু ৷


আবারো কামড়,প্রাণ তুচ্ছ করা ৷
প্রজন্ম হতে প্রজন্মান্তরে,
কর্দমাক্ত জলে
ভবিষ্যতের খাবি খাওয়া ৷
এরি নাম টিকে থাকা ৷


(কবিতাটিতে প্রতিকূল পরিবেশে টিকে থাকার
সংগ্রাম বিষয়ে আলোকপাত করা হয়েছে ৷ উদাহরণ
হিসেবে মশাকে নেয়া হয়েছে ৷)