দিন বলে,"খোল আঁখি!" রাত বলে,"খুলবোনা!"
গোধূলি মিলায় রক্তিম চুম্বনে অবুঝ দুটি হাত সাতপাকেরও বন্ধনে ৷
মাটিরও আঁধারে অভিমানী হলো মেঘ!
তবুও ঝরে বারি শুকনো মলিনও প্রান্তরে,
কচি পাতারও ক্রন্দনে ৷
দুঃখ তরঙ্গে অশান্ত আজ তটিনী মম!
তব তুমি নীল আমি সাদা পাশাপাশি
চলেছি সদা; প্রশান্ত ভূমধ্যে মিলব বলে ৷
সিথির সিঁদুর নিভাবে যখন কোহিসুলতানের
আগুন!
তপ্ত বালুকারও খর্জুর বাগে তোমারি তরে সপে
দিব বসরার রক্ত গোলাপ দোয়েলেরও সুখময় কুঞ্জনে ৷
আর নয় মৃৃৃৃতেরও অরন্যে হারিকিরির মহৌৎসব!
ঢেকে যাক যত ফুজিয়ামা শ্লাঘা তুষার শুভ্র হেমে!
হারাকনা মধুচন্দ্রীমা কৃৃৃষ্ণপক্ষে;দিবারও আদিত্য নিশীরও রোষে!
অশান্ত উত্তরীয়ার মত আর নয় একাকীত্ব
নিঃসঙ্গতম মেরুতে!
গ্রীষ্ম-বর্ষা,শীত-বসন্তে বেঁধেছি যখন মোরা বাসর আগামীরও স্বপ্নে,
ভালবাসারও একি বৃৃৃত্তে ৷