আমি মধ্যবিত্ত
বৈশাখ-চৈত্র
জ্বলে তপ্ত পিত্ত
উদ্দীপ্ত চিত্ত
জীবন নৃত্য
রাঙা রক্তে সিক্ত
তোর দুখের মিত্র
খা খা রোদের ছত্র
খুজিস রঙিন চিত্র
আর ভদ্র বস্ত্র।
বুঝিতে জীবন
সূত্র মন্ত্র -
নেত্র ক্লান্ত।
করিব কোথায় এ
তত্ত্ব ব্যক্ত।
নেই;
কোন ত্রন্ত
নেই
কোন অন্ত
যেন আমরা যন্ত্র।
চলার পথে গর্ত
স্বর্গে যেতে শর্ত
থাকে অপূর্ণ
মোদের গ্রন্থ।
আমি মধ্যবিত্ত
তোর চলনে
ক্ষুব্ধ ক্ষিপ্ত
তোর নষ্ট হস্ত
মোদের করে
দরিদ্রগ্রস্ত।
আমি মধ্যবিত্ত
হাত রক্তে রিক্ত
মস্তিষ্ক সুস্থ
করিবো নির্মূল
সব দুঃখ দুঃস্থ।
আমি মধ্যবিত্ত
তোর আঘাতে
মস্ত  মত্ত
আমার শব্দ অস্ত্র
রণকৌশল লব্ধ
তোকে  করতে ঘায়েল
সংকল্পবদ্ধ।
মোদের গল্প পত্র
যেন পদ্য গদ্য
চলার পথের তক্ত
আমার শব্দে জব্দ।
আমরা মধ্যবিত্ত
অভিজ্ঞতা তিক্ত
তোরা বেশিতে লিপ্ত
আমরা অল্পে তৃপ্ত
অন্তর সত্যে দীপ্ত
তোদের জালে
বদ্ধ দগ্ধ
মোদের কক্ষ বক্ষ
তবু স্বপ্ন
লক্ষ্ লক্ষ্।
আমরা মধ্যবিত্ত
ঘুরি  যত্রতত্র
আঁকিতে বিশ্ব দৃশ্য।
আমরা মধ্যবিত্ত
অস্তিত্ব স্তব্ধ
কিসের বংশগত্র
নিজগুণে রপ্ত।