বাবু, দাও না দুটো ভিক্ষা,
সারাটা দিন খালি পেয়ে গেলাম ধাক্কা।
অফিসের সাহেবেদের যখন কাছে যায়,
ভিক্ষা যদি চায়, ওরা আমায় ধাক্কা দিয়ে তাড়ায়।
যদি নাই গো ভিক্ষা দিবে,
অহেতুক কেন খালি গালি, অপমান, লাঞ্ছনা দেবে।
বাবু, একবার দেখ এই ছোট্ট শিশুটাকে চেয়ে,
সারাটা দিন কাঁদে আর ঘুমায়,
আছে না কিছু খেয়ে।
তোমরা তো আধো খেয়ে ফেলে দাও রাস্তায়,
তা যদি তুলে খেতে যায়,
কুকুরে এসে তা গায়ের জোরে কেড়ে খায়।
কুকুরেরই কামড়ে, গত পরশুদিন, বাবু,
আমার মেয়েটা কাড়াকাড়িতে হল কাবু।
এখন সে হাসপাতালের মেঝেতে শুয়ে,
কখনো ব্যাথায় কাঁদে, কখনো কাঁদে না খেতে পেয়ে।
বাবু, দু-এক পয়সা দিলে তোমার,
যাবে নাকো বেশি কিছু আর।
ঐ দানে তুমি সগগো পাবে,
অমর হয়ে চিরকাল সুখে রবে।
তোমার দানেতে হয়ে খুশি,
দেবে আর একজন, সে ও হবে খুশি।
এমনি করে দুনিয়াতে ঘুচবে দুর্দীন,
তুমি থাকবে সুখে, ক্ষুধা থাকবে না মোদের পেট-এ,
মোরা থাকবো দুনিয়ায় মিলে মিশে হরদিন।