চেনা জানা পুতুলের মুখগুলো,
চোখে ছড়ায় কষ্টের ধুলো।
আঙুল ছুঁয়ে যত সব জলছবি,
কে কাকে বুকে ধরে রাখি।
শুকনো পাতা ভাসে ঘাসে,
রাগ করা খেয়ালী বাতাসে।
চোখ ছুঁয়ে হাঁটা সন্ধের খড়কুটো,
কুলকুচি করা ইতিহাসের পাতাগুলো।
আর কতো হাঁটবে প্রেমিক মন?
ভালোবাসার মুক্তো ছড়ায় কাশবন।
দেশ যাচ্ছে যাক উচ্ছন্নে,
রাজনীতি তোমাদেরই জন্যে।
আমি এবার হাটি পিছনে,
চেনা অচেনার কথা থাকুক গোপনে।