আজ অহেতুক রঙতুলি নিয়ে
ভালোবাসা কেমনে আঁকি
উলঙ্গ ও দেহের ক্যানভাসে
ভালোবাসার মানুষ হয়ে ?
ভালোবাসার মতোই কোনো ভালোবাসা,
হয়তো বা কারে স্বপ্নের শ্যামাপরী,
উলঙ্গ হয়ে পড়ে ফুটপাতের ধারে,
মরা ডাস্টবিনের মুখে।
রোগা কুকুরটার চোখ ছানাবড়া,
চিন্তার রেশ কপালের ভাঁজে।
“এ কোন কুকুরে ছিঁড়েছে তাকে,
খেয়েছে দেহ এত জঘন্য হয়ে।”
রাস্তা দিয়ে কতশত মানুষ
ভেসে যায় ঝাঁকে ঝাঁকে,
চেটেপুটে খাওয়া দেহটা
আটকিয়ে পড়ে থাকে বাঁকে।
কুকুর মুখে জিভ ঢুকিয়ে,
‘কুকুর ভগবান’ কে প্রার্থনা করে,
“ভগবান তুমি আগামী জন্মে
রেখোগো আমায় কুকুর করে।”