ঘোরানো পেট আর ঘুরিয়ে পিঠ,
কালো ঠোঁট গোলাপী বুকে রেখে,
বাঁকা ভালোবাসা গুরু চলছে ঠিক।
কথা দেওয়া মণ্ত্রী,
কথা দেয় পতিতাকে,
সরকার বদলালে,
নিজ হাতে করে ক্ষমতা দেবে তাকে।
কিনে দেবে রাজধানী হাজার রাতের বিছানায়,
পতিতা জানে,
নেতা তার দেহে ডুবে,
স্বপ্ন নিয়ে দর করে পাগলাপানির নেশায়।
“রাজধানী চাইনে, না চাই সিংহাসন,
বেঁচে থাকতে চাই এ সমাজে,
ভালো চোখ নিয়ে, বাঁচার মতন।”
(মন্ত্রী আশ্বাস দেয় টাকা,
রানিনীতি
আর একটা বাংলো-বাড়ি দেবে কিনে)
শুনে মন্ত্রী মুখ বোজে,
মাথা নত করে পতিতার আবেদনে।
জড়িয়ে ধরা মাতাল দেহ,
আলগা হয় হুঁশ ফিরে।
পতিতা আলগা হাসে
মন্ত্রীর দৌড় ভেবে।
“ভয় পাবেন না, মজা করলাম”
(পেট চালাতে হবে জেনে),
পতিতা অবশেষে ঠেসে ধরে নেতার মুখ
তার ঘৃণা ভরা বুকে।