কেন ? এক শ্রাবনের মত না হয় তুমি
ঝরালে ও চোখ হতে ভালোবাসার অশ্রুজল,
এক আকাশের জন্য না হয় আজ
ও বুকে বাজালে কড়মড়ে মেঘের দল।
সাগরের জল বৃষ্টি শেষে কিন্তু সাগরের বুকেই এসে মেশে।
তিনটে সন্ধ্যে চাঁদের আলোয় চাঁদমুখ
মানুষের চোখে পড়ে যেতে পারে বলে
নিস্তব্ধ রাজপথের কিনারায়
শিমূল তুলোর ও হাতটা ধরতে দিলে কি হয় ?
মানলাম তুমি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে
মীনাদের বাড়ি খুঁজতে গিয়ে
পথ হারিয়ে ফেলেছো তোমার বাড়ির পিছনে।
মানলাম না হয় রঙীন ঠোঁট ফ্যাকাশে দেখলে
তোমার উপর চড়াও হতে পারে রঙীন চোখ।
তাই বলে বল শতাব্দী,
যে প্রেমিক তিন মাইল রাস্তা খুঁড়ে,
গাছপালা আর মানুষ গিলে, লুকিয়ে কচুবন,
এসেছে তোমার চাঁদমুখ দেখতে,
ভরা চাঁদনী রাতে,
এসেছে পতঙ্গ আলোর ছোয়ায় আলোর লোভে মরতে।
তাকে কি মশার কামড়েই রাখবে কচুবনে ?
না ঠোঁটের কামড়ে দেবে পারিশ্রমিক ঠোঁটে ?