একটা শেকল-বাঁধা ফেরারী মন,
আর একটা জমাট বাধা কষ্টের ব্যণ্ডেজ,
অভাগা একটা আমি,
আর অভাগা আমার একাকিত্ব।
চার পাঁচটা ফ্যাকাশে রঙীন মানুষ,
আর কিছু তাদের বানানো সহানুভুতির গল্প।
এই ভাবেই রঙতুলিটাকে ছুড়ে ফেলে দেওয়া বিধবা বেসিন-এ,
এই ভাবেই ভুলে যাওয়া নিজেকে আবিস্কার করা ঝাপসা আয়নাতে,
এই ভাবেই মাথা চুলকিয়ে আবিস্কার করা রুঢ় বাস্তবটাকে,
এই ভাবেই নিজের উদাহরন নিয়ে খুঁজতে থাকা জীবনের মানেটাকে।