আজব এক দেশ,
মানুষ গুলো বেশ।
মন্দ গুলো রাজা,
ভাল'র তরে সাজা।
মিথ্যা চলে দম্ভে,
সত্য থরি কম্পে।
চোরের বড় গলা,
সাধুর মুখে তালা।
দুর্নীতি ই মূলনীতি,
বিশ্বজোড়া সুখ্যাতি।


মন্দের এক দেশ,
আবেগের নাই শেষ।
ভাষার তরে গুলি,
মায়ের ভাষাই বলি।
প্রাণের তরে দেশ,
যুদ্ধে জীবন শেষ।
সোনার ছেলে কবে,
উঠবে আবার জেগে!
আশায় বাধি বুক,
আসবে ফিরে সুখ।