ডানা নেই তাতে কি,
ডানাহীন পাখি হব।
রোদ মেঘে ছাতা হব,
পড়ন্ত বিকেলে
ঝিরিঝিরি হাওয়া হব।
শীত কালে কাঁথা হব,
জানালার ফাঁক গলে
একমুঠো রোদ হব।
চুলে গুঁজা কাঠি হব,
কাজলের কালি হব,
বুড়ো কালে লাঠি হব,
জোছনার রাত্তিরে
একফালি চাঁদ হব।


যেখানেই যাবে তুমি,
ছায়া হয়ে পাশে রব।