তোমার চিলে কোঠায়,
শুকনো ঘাসের পাতায়,
আমি পাতি চড়াই,
স্বপ্ন গুলো সাজাই।


তুমি ঘোরাও ছড়ি,
ফুরত ফারুত উড়ি।
ঘুলঘুলির টার ফাকে,
আকাশ আমায় ডাকে।


খড় কুটোতে বাসা,
আবেগে ঘর ঠাসা।
চিউক চিউক ডাকি,
প্রভাতে ঘুম ভাঙ্গি।


আকাশের বুক চিড়ে,
দালান কোঠার ভীড়ে,
হারাই আপন ঘর,
ছিলেম নাতো পর।


বন্ধু ছিলাম বটে,
তোমার চিলে কোঠে।
আমি পাতি চড়াই,
কষ্টগুলো লুকাই।