দুঃখিত, আমার সময় নাই।


তুমি আছো অনাহারে, তাতে
আমার কি যায় আসে!
খাবারের মজুদ আছে-আমার ঘরে,
চলে যাবে বেশ-বারো মাসে।
একদিন আমি; তুমি হবো-
ভাবতে চাইনা কিন্তু ওটাই সত্য।
তবুও ভাবাভাবির সময় আমার নাই, দুঃখিত।


দিয়েছিতো কাল, একমুঠো চাল;
সেলফিও তুলেছি দারুণ!
কি আমার করার আছে, যদি
তোমার ঘরে না জলে আগুন!
আমি খাই তিন বেলা- তৃপ্তিতে;
একবেলা জোগাতেই তুমি ব্যতিব্যস্ত;
তবুও ভাগাভাগির সময় আমার নাই, দুঃখিত।


নীতিকথা শোনাবে তো, জানি;
ঈশ্বর, আল্লাহ, ভগবান- সবই মানি;
মানুষের মাঝে - স্রষ্টা বিরাজে,
তবুও মানি না ধর্মের বাণী।
চোখের খিদে, মনের খিদে;
আমার খিদের অভাব নাই।
তোমার খিদে কেমনে মেটাবো-
দুঃখিত, আমার সেই সময় টাই নাই।