জলের থাইক্যা ওইঠ্যা আই'ছ, জল পরী
আ'সো তোমার চুল নিয়া খেলা করি,
চুলের মধ্যে গুঁইজা দিলাম একখান পদ্মফুল,
আমায় ভালবাসতে কইন্যা কইরনাতো ভুল।


পদ্মফুল দেখায় সুন্দর তোমারই চুলে,
মনের মধ্যে ফাগুন আসে মনের দুয়ার খুলে।
কাজল কালো চক্ষু দেইখ্যা মনে লাগে মায়া,
জলের মধ্যে ভাইসা ওঠে কইন্যা তোমার ছায়া।


হলুদ রঙা শাড়ি তোমার যেন গাঁদা ফুল,
আন্ধার কইরা মেঘ আনে যেন্‌ তোমার খোলা চুল।
শাড়ির আঁচল বিছায়েছো নায়ের পাটাতনে,
তোমায় ভালবাসব কইন্যা আমি সযতনে।