লাশের মিছিল হচ্ছে ভারি;
মৃত্যুর সাথে হবে না আড়ি।
যেতে হবেই- যাবে একদিন সবাই;
আজ কিম্বা কাল-সময় টা জানা নাই।
তবে, লাশ ছোয়াতে কিসের এত ভয়!
নাকি এটাই আসল পরিচয়!
যা ছিল তোমার সবটুকু ভান;
মায়ার বাঁধনে পড়েছে টান;
বাকি শুধু সুতো ছেঁড়া;
মায়ের হলো না ঘরে ফেরা!
লাশ ছোয়াতে কিসের এত ভয়!
নাকি এটাই আসল পরিচয়!