কারাবাসী নারী
__কাইয়ুম আকন্দ__


হে নারী, সংসার নামক কারাগারে
সোনার চুড়ি পরিয়ে;
আমৃত্যু কারাবাস তোমার।


মুখ আছে, পারিবে না তবু হাসিতে
লাগবে অনুমতি পতির;
চোখ আছে, পারিবে না তবু কাঁদিতে,
অশ্রু হবে না বাহির।


তুমি পাপিষ্ঠা,কলঙ্কিনি, তুমি মায়াবিনী
দুঃখিত আমি বলিনি
বলে ওই কাপুরুষের দল;
তোমাকে করিয়াছে বন্দিনী,
খাটিয়া বাহু বল।


কি ভাবছ! করিবে প্রতিবাদ, হইবে নারীবাদ
পারিবে না, খুলিয়া বসিবে মোড়ল;
নিজ ধর্মের ফাঁদ।


যদিও ঈশ্বর তোমাকে দিয়েছে সম অধিকার
তবুও ভুল ব্যাখ্যায় তোমাকে করিবে জর্জরিত ;
যত লাঞ্ছনার ভার চাপিয়া দেবে তোমার উপর,
নারী, পুরুষ জাতি তোমার জন্য বড়ই বর্বরিত।


নারী জেগে ওঠ, ভাঙ্গিয়া ফেল ওই কারাগার,
ইসলাম দিয়েছে তোমায় সেই অধিকার।


★ নির্যাযিত নারীর প্রতি উৎসর্গ।