প্রথম বর্ষা ও একটি কবিতা
__কাইয়ুম আকন্দ__


আজি প্রথম বরষা দিনে,
গিয়েছিনু এক পল্লি গায়ে,
পথের ধারে বসেছিনু আনমনে,
একটি কবিতা লেখার প্রয়াসে।


ভাবিতে ভাবিতে বেলা গড়িয়ে গেল,
তবুও না কবিতা লেখা হল,
বর্ষণ সিক্ত সন্ধ্যা ঘনিয়ে এল,
এমনি ক্ষণে তাঁর দেখা মিলল।


গেঁয়ো মেয়ে, পরনে পাড় দেয়া শাড়ি,
আমার দিকে তাকিয়ে করেছিল আড়াআড়ি,
ভেজা শাড়ি তে জড়ায়ে রেখেছিল আধখানি বুক,
লজ্জায় অবনত করেছিল ভিরু দুটি চোখ।


এক হাতে কদম গুচ্ছ,
আর অন্য হাতে ভেজা অঙ্গ ঢাকার ব্যর্থ প্রয়াস,
বুকের খাঁজে খেলা করছিল তাঁর শ্বাস প্রশ্বাস।
ধিরে ধিরে চলে গেল সে পেছন ফিরে,
ভেজা চুল এলিয়ে, নিতম্ব দুলে..


একটি কবিতা লেখার প্রয়াসে,
ঘুরেছি মিছে দিক হতে দিগন্তে,
আজ তারই দেখা মিলল,
এই নির্জন পথের ধারে.....