ধরলা নদীর তীরে
__কাইয়ুম আকন্দ__


ধরলা নদীর তীরে,
এক বর্ষণমুখর দিনে,
কাকভেজা হয়ে ভিজেছিলাম দুজন,
আর একটু মধুর আলাপন।


আকাশে ছিল মেঘের ঘনঘটা,
সূর্য বাবু বড়ই রসিক,
দেয়নি তো দেখা;
রাতও হয়নি, চাঁদও উঠেনি,
ভাল করে হয়নি দেখা, তব মুখোখানি,
নেই কোলাহল, নির্জন চারিধার,
অঝরে ঝরছে বারীধার,
আর চোখে নীরব চাহনী।


দুরে নদীর জলে ভেসে থাকা,
দুটি বুনো হংসী,
মেতেছিল আদিম বাসনায়;
স্বলাজে এ বুকে মুখ লুকিয়ে,
ঘন নিশ্বাসের ঝড় তুলে,
বিশ্বাস আর গভীর ভালবাসায়,
নিজেকে দিয়েছিলে সঁপে।


সেদিন সেই বর্ষণসিক্ত দিনে,
এমনি করেই আপন মনে,
আমি, চন্দ্রা আর ধরলা,
কাটিয়েছিলাম সারাবেলা।