স্বাধীনতার পরাধীনতা
___ কাইয়ুম আকন্দ___


প্রিয় স্বাধীনতা,
তোমায় নিয়ে লিখেছে কবিতা হাজারও কবি,
নানা ছন্দ আর নানা ভাষায় ;
আমিও আজ লিখছি তোমায় পুজি করে,
সুনাম অর্জনের আশায়।


আমরা কি করে বুঝব তোমার মর্ম,
কি করে দেব তোমার মান,
একাত্তরের সেই ভয়াল রাতে,
এনেছিল তোমায় নিরীহ বাঙ্গালী,
দিয়ে আপন প্রান।


সেদিনের সেই ভয়াল রাতে,
হাজারও কাপুরুষ বাঙ্গালী,
পালিয়ে গিয়েছিল তোমায় রেখে,
বাঁচাতে নিজ প্রান;
আজ আমরাই করেছি তাদের নেতা,
দিয়েছি পদবি, নানা সম্মান!


সেদিন তোমাকে বাঁচাতে যায় নি ছুটে,
কোন ধনির দুলাল বা রাজা,
গিয়েছিল ছুটে নিরীহ বাঙ্গালী,
আর মূর্খ শ্রমিক চাষা;
তাদেরই জন্য পেয়েছি তোমায়, হে স্বাধীনতা,
পেয়েছি ফিরে বাংলা মায়ের ভাষা।


হে স্বাধীনতা, কোথায় থাকো তুমি?
তোমাকে খুঁজে পাই একদিনের তরে,
বাকি দিন গুলি কাটে আমাদের,
পরাধীনতার ডরে।


তোমাকে পুঁজি করে রাজা হচ্ছে মহারাজা,
আখড় গোছায় রাজনীতিবিদ,
আজও কেন বুক ফুলিয়ে তোমার বুকে,
ঘুরছে রাজাকার নামক কীট।


হে স্বাধীনতা, কি দিলে আমায়,
এ জন্যই কি এনেছিলাম তোমায়,
তোমাকে আনতে ধরেছিল জীবন বাজি,
এদেশের কৃষক, শ্রমিক, চাষা,
আজ কেন তারাই মরছে ধুকে,
পেটে নিয়ে ক্ষুধা,  তোমার বুকে?