তৃষিত নারী হৃদয়
__কাইয়ুম আকন্দ__


তুমি পুরুষ, আমি নারী,
আমি অবলা, তুমি খুনী!
পুরুষ দন্ডে করেছ দন্ডিত,
কামনার তৃষ্ণায় হৃদয় করেছ খন্ডিত।


কতদিন হলো এ ওষ্ঠে চুম্বন পড়েনি,
কতদিন করিনি অশ্রাব্য ক্রোদন,
কতদিন হলো তোমার পৌরুষত্বে,
পিষ্ট হয়নি এ বদন।


বক্ষ বন্ধনীর দাগ গভীর হয়ে,
ফুটে ওঠে শুভ্র এ দেহে,
খুলিনি, তুমি এসে খুলবে বলে,
উষ্ণ দেহে জড়িয়ে নিয়ে।


তুমি নেই বলে সুযোগ খোঁজে,
ওই আকাশের চাঁদ,
আমার নগ্ন দেহ অবগাহন করে,
ফেলে মায়াবী জ্যোস্নার ফাঁদ।


দেহে জল জমা হয়,
মাসান্তরে আবার বেরিয়ে যায়,
আমার প্রতিটি জলকণা চেয়ে থাকে,
তোমার নগ্ন জলের প্রতিক্ষায়।


তুমি নাকি কবি!
হাজারও নারী হাবুডুবু খায় তোমার কবিতায়,
কই একদিনও তো আমাকে,
ডোবালে না তোমার প্রেম যমুনায়।


টাকা কড়ি আর প্রাচুর্য চাই না আমি,
ও সব তোমারই থাক,
চাই একটু তোমার বুকে মাথা রেখে,
কাটাতে নির্ঘুম রাত।


কি গো তুমি? কি এমন পুরুষ?
এত আনকোরা কেন? নাকি কিছুই বোঝো না,
জানো না নারী হৃদয়ের কথা,
বুক ফাটে তো মুখ ফোটে না।


কোন এক বিষণ্ণ দিনে ভুল করে এসেছিলে তুমি,
ফিরিয়ে দেই নি, এলিয়ে দিয়েছিলাম এ দেহ,
কিন্তু তুমি আনাড়ির মত নারী হৃদয় ঘোলা করে,
অতৃপ্ত বাসনা রেখে গিয়েছিলে,
এ কথা বুঝবে কি কেহ!