একটি কষ্টের কবিতা লিখে দাও
__কাইয়ুম আকন্দ__


অনেক কষ্ট বুকে চাপা রেখে,
আমাকে কাছে ডেকে বলেছিলে,
যাবে যদি তুমি, তবে যাও,
শুধু একটি কষ্টের কবিতা লিখে দাও।


যে কবিতা জড়ায়ে ধরে,
কেটে দেব র্নিঘুম রাত,
কবিতা পড়ে তোমাকে ভেবেই,
পার করে দেব জীবনের সব সন্ধ্যা প্রভাত।


চন্দ্র!! আজ নিস্তব্ধ, নীরব, নিথর,
দিশেহারা এক পথিক আমি,
কি করে তোমায় লিখে দেব কবিতা,
যখন সেই কষ্টের কারন, নিজেই আমি।


তোমার কষ্টের কাহিনী দিয়ে কবিতা নয়,
হয়ে যাবে একটা মহাকাব্য,
তাই মিছে আমার কলমের আঁচড় দিয়ে,
করতে চাইনা তোমায় নগ্ন।


তোমার কষ্ট গুলো মুছে যাক,
ঈশ্বরের কাছে এ প্রার্থনাই যাচি,
আমারে ও করিও ক্ষমা,
ফিরিয়ে নিও না তোমার দু চরণ খানি।