বুলবুলি দিদির বায়না
__কাইয়ুম আকন্দ__


বুলবুলি দিদি ধরেছে বায়না,
কবিতা লিখে দে,
যার মাঝে হাসি কান্না,
সবই যেন থাকে।


পড়ে গেলাম মহা বিপদে
বসলাম খাতা নিয়ে,
যত আছে বিদ্যা বুদ্ধি,
সবই আনলাম টেনে।


এক ছত্র লিখি তো,
দুই ছত্র কাটি,
তাই না দেখে দিদি আমার,
হেসে খায় লুটোপুটি।


মাথা ঘেমে বুক ভিজিয়ে,
কাটিয়ে দিলাম সারাদিন,
পারিনি গো লিখতে কবিতা,
বললাম হয়ে মলিন।


কানটি ধরে বলল দিদি,
বেজায় হয়েছিস ভন্ড,
এক পায়ে থাক দাঁড়িয়ে,
এটাই তোর দন্ড।