ইচ্ছে খুশি নদ খাল বিল বঙ্গে হচ্ছে দখল
কিভাবে প্রকৃতি কাটায় এই ক্ষতির ধকল
অবাধ্য সন্তান নস্ট করে জন্মভূমির বাকল

কৃষি জমিতে নানা ছকে গড়ছে নির্মাণ স্থাপনা
উন্নয়নের নামে অহেতুক ধ্বংসের ব্যাবস্থাপনা

বিনা কারণে যত্র তত্র প্রতিযোগীতা তৈরি বাড়ি
কাল ছিল মাঠ আজ অবরুদ্ধ প্রাচীর সারি সারি
কৃষি জমিতে নির্মাণ শিল্পাঞ্চল অযথা কাড়ি কাড়ি

ছোট ছোট কালভার্ট নদী কে করেছে ওরে বিলীন
সরকারি জমি দখলকারী সাজে সমাজের কুলীন
বিল উঁচু করে বিলাসী বাগান কুটির বাংলো উদ্যান
প্রতিবাদকারী সমাজ মানব কর্মীর যায় যে গর্দান
দখল উৎসব নিরুৎসাহিতকারীর কে দেবে সন্ধান
বৃক্ষ বন ফসল সবুজ স্বল্প কমে প্রকৃতি অক্সিজেন
দিন দিন এভাবে প্রকৃতি ধ্বংস, যাচ্ছে বঙ্গী ব্রেইন

একদা ছিল রাজ্য রাজা বংশীয় মহান কোটি প্রজা
আজ সে সব বইয়ের পাতায় ইতিহাস রূপে লেখা

বিশ্ব দরবারে নাম ছিল বাংলা ও নামকরা যশোর
সন্তানে বিলীন, আজ পিতা সংসার হতে অবসর
নাম ডাক বেজায় সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার
হতাশা ভর করেছে কৃষকের বাড়ি ভর যত বাটপার

মন প্রাণে ফসল ফলিয়ে ফেরে না ওদের অর্থ কষ্ট
এত কিছু বলেও যদি বিবেক না আসে সময় নষ্ট
নটুবড়ে বাধ্য হয়ে বলেন তখন সন্তান যে অনা সৃষ্ট

কৃষি পল্লী জন্মভূমি গড়তে না পারা গেলে সব বৃথা
আর বোঝানো গেলে দূর হোল দেশ গঠনের চিন্তা।