🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
তোমার জেলা সাংবাদিক ইউনিয়ন নাম তার
বার্ষিক আনন্দ আয়োজন সন তার ব্যানার
নিভৃত পল্লী হয়ে উঠছে কণা সবুজ ইকো পার্ক
পুরুষ কলম সৈনিক ওর সাথে নারী পরে স্কার্ফ
সাথে দেখো ছোট খাটো হরেক নানা বর্ণের শিশু
গাছ সবুজ জলাশয় পায়ের নৌকায় খুদে মিশু
বাউল দেশের গানে আয়োজক হয় দিশেহারা
গ্রাম কে গড়তে হবে সবুজ গৃহ নিরেট বর্ণছড়া
লাল সবুজ হলুদ সাদা রঙিন কতই না পোসাক
গরু মুরগী খাসি পাতে পড়ে ইং নাম সব্জি শাক
আকাশ জুড়ে না হোক আঙিনা ভরে আনন্দ
যতই থাক এই হচ্ছে বনভোজনের সঠিক ছন্দ
শোন আবারো বলি এই আনন্দ সালটি ২০২৫
মিস করে হারাধন তাই বলছেন হায় হায় ইস
নারী পুরুষের কতই যে মনোরম সাজ পিকনিক
হৈ হুল্লোড় গাড়ি, প্রকৃতি, কেউ বলে ঠিক ঠিক
আপ্রাণ চেষ্টা পরিচালক বাবুর সব ঝিকমিক
গয়ারাম বলেন, সাধ্য নেই তার, আন্তরিক কম
পাবলিসড নেগেটিভ, বুঝাবো আমি কি যম
দৌড়ে কুল নাই ব্যাটার ফেলতে দেবো কি দম
কাগজের সুনাম জোর দৈনিক কলম বাংলা
মাস্তানী, লাল্টু মিয়া এবার ঠ্যালা মগা সামলা
প্রতিবাদ করলেই ঝুলিয়ে দেবো দিয়ে মামলা
গুরু সম্পাদক ঝালিয়ে নিলেন কর্মী ছু মন্তর
রাগে মুখ চোখ লাল ফেঁটে যায় যেন অন্তর
বিড় বিড় করেন কলম সৈনিক, সময়ের অপেক্ষা
ছিপ দিয়ে চীফ ধরা, অসম্মান, আমাকে ওরে টেক্কা
মাংসের চাপ বেশি খেয়ে কদিন উল্টো, বদ হজম
গাঁ চেপে জ্বর আসে হি হি করে সাথে জোর কাঁপুনি
দিন রাত বোঝা দায় শরীর দিচ্ছে বটে কড়া ঝাকুনি
পণ পার্ক বাবুর বিরুদ্ধে লিখবো না আল্লাহ'র কসম।