বেড়াই নাকি খাচ্ছে হেথা ফসলী ক্ষেত
শুনে রিসাদ বুড়ো ঘুরছে হাতে ওর বেত
বেড়াকে করবে নাকি বেজায় তুলোধুনা
শুনে বাবু মিয়া হলেন খানিক আনমনা
চায়ের দোকানে গম্ভীর তিনি আহা বসে
হ্যা ঠিক তাই অমায়িক দিলেন বটে হেসে
ওহে মারহাবা বোস মাথা কর দেখি ঠান্ডা
চা, না হলে আনি দধি সন্দেশ মিঠাই মন্ডা
সংসারে ছেলের হাতে মা বাবা হচ্ছে খুন
বঙ্গে ওরা তবে বনে গেছে খোট্টা দস্যু হুন
সাধু মামা বলেন বিড় বিড়িয়ে এ যে মন্দ
এভাবে চললে সমাজ হবে যে কুটিল গন্ধ
উজির দাদু বলছেন করতে হবে দেশ সংস্কার
নস্ট কে সমাজ থেকে হ্যা ওকে স্থায়ী বহিস্কার
যে বা যারা করে বটে মুরুব্বি কে জবর হেনস্থা
আগ পিছ না ভেবে দোষীর বিরুদ্ধে শাস্তি ব্যাবস্থা
সমাজ ও পরিবারে আমূল পরিবর্তনের নাম বিপ্লব
সুবিধা বঞ্চিতের নতুন সূর্যদয়ে নব ধারা তবেই উদ্ভব
দেশ-দশের জন্য বদলাতে হবে যে যারা দোষী মানুষ
সংশোধনে বিলীন করতে আহ্বান যত ভন্ড ফানুস
ইয়াবা ফেন্সি মাদকের আগ্রাসন তৈরি ন ঘেরাটোপ
চেষ্টার পরেও না ভাল তবে লন্ড ভন্ড, নয় ওরে শোক
এখনি উদ্যোগ না হলে আগামী প্রজন্ম বলবে ফোক
সন্তানের থাকে শয়তানী কর্মকান্ডে বেজায় ঝোঁক
আর তুমি নাগরিক বাঙালি আজই রূপ সতেজ বীর
সংস্কার বিপ্লব বঙ্গে তবেই হচ্ছে সার্বজনীন বঙ্গে ভীড়।