যাযাবরের মতো হাঁটছি তো হাঁটছি
বহু প্রান্তর বহু দিগন্ত বহু সীমান্ত
কোন ঠিকানা নাই কোন গন্তব্য নাই
আজীবন ধরে চলছি তো চলছি
নতুন নতুন স্থান নতুন নতুন মানুষ
নানা জিনিসের সমাহার
দেখে দেখে চলছি তো চলছি
কোথায় চলছি জানি নে!

কচুরিপানার মতো ভাসছি তো ভাসছি
স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে যাই
শেষ পরিণতি কী ভেবে দেখিনি
কী হবে না হবে ভাবিনি
কোন নিশানা নাই কোন লক্ষ্য নাই
হয়তো নতুন কোন গন্তব্যে
নিজের অজান্তেই পৌঁছে যাবো
লক্ষ্যহীন জীবনে!