১.
কাছের মানুষ ধীরে ধীরে
কাছে থেকেও থাকে দূরে
অদৃশ্য এক দেয়াল তুলে
দিনে দিনে সব ভুলে
পর হয়ে দেখা দেয়
অশান্তির দোহাই দিয়ে
মিছে মিছে মৌন থেকে
হারায় সুন্দর মুহূর্ত।
২.
বড়ই বিচিত্র মনুষ্য জাতি
পক্ষে হুশ বিপক্ষে বেহুশ
আপন হাতে গড়ানো আইন
ভঙ্গ হলেই চ্যুত লাইন
শুরু হয় পায়তারা
বদলানোর নব ধারা।
৩.
অদৃশ্য এক বাধন টেনে
রাখে সারাক্ষণ
সুপ্ত বিকাশের অন্তরায়
করে রক্তক্ষরণ
প্রতি পদে পদে হয় ম্লান
সবাই বলে তাকে পিছুটান
সাহস হারিয়ে যায়
মন ভেঙে যায়
সামনে থাকে ভয়....