আল্লাহ ঘর মসজিদে গেলে
সুস্থতা ও প্রশান্তি দুই-ই মেলে
সালাত আদায় নিয়মিত হলে
বিরত রাখেন তিনি নানা ছলে।

দিনে পাঁচবার তাঁর সাথে দেখা
এটা অনেক ভাগ্যের লেখা
পায়না সবাই এক জীবনে
যদিও সুযোগ থাকে সর্বক্ষণে।

তাঁর নিয়ামত যিনি পান ভুবনে
সৌভাগ্যবান তিনি প্রাণপণে
চেষ্টা চালান পেতে তাঁর রহমত
নীতিবান হোন থাকুন সহমত।

ন্যায়ের পথে চলার আনন্দ পাই
ভয় ভীতির কোন-ই বালাই নাই
মনের মধ্যে থাকে প্রশান্তির ঢেউ
হারবেনা জগতে হেথা এলে কেউ।