প্রতিদিন মোরা আপন মনে কত যে কাজ করি!
ভাবতে গেলে খুঁজে যা পাই তাতে লজ্জায় মরি!
এমনি এমনি করি সেটি নাকি ভালোবেসে করি?
আপন জিজ্ঞেসে হতবাক হয়ে বলে যাই শুধু সরি!

কেউ গুছিয়ে কাজ করি কেউবা অগোছালো
গুছিয়ে কাজ করা মানে নিজেকে গোছানো।
অসংখ্য ছোট কাজের সমষ্টিতে বড় কাজ হয়
কাজটি মানুষের শুভ হলে থাকেনা কোন ভয়।