সমাজে হিংসা বিদ্বেষ ভুলে,
রক্ত প্রতিবাদের সুর তুলে,
উচ্চ কন্ঠে কয়,
মানবতা করলাম আমি জয়!
কি হিন্দু, কি মুসলিম, কিবা  শিখ, জৈন,
কিবা ইহুদি, বোদ্ধ, খ্রিস্টান।
সকলেই একই তীরের নিশান,
সকলের মিলন তিথি,
লোহিত সাগরে ইতি-


ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা মহরম,
আর দুর্গা, কালি কিংবা সরস্বতীর সরগম।
হোক না আরও হাজারো রীতি,
লোহিত সাগর সকলের মিলন তিথি।।


রক্তের গ্রুপ এবার বলে হায় হায়!
হে মালিক আমি কি তার জাত পায়?
তুমি কি যে বলো মালিক  হার রোজ,
সমাজে ভার হয় নাস্তিকতার বোঝ!
তুমি কি জানোনা তোমার গুণ?
কেন ঘোরাঘুরি করো নাস্তিকতার পাছে?
তোমারও তো কত গুলো দল আছে!
তোমারও তো একটি শ্রেষ্ঠ গ্রুপ আছে!