♥♥আমি শিক্ষিত বলে♥♥
                                       (১)
আমি শিক্ষিত বলে, বেরই না ভোরের বেলা নিড়ানি কোদাল হাতে, মূর্খের মতো গায়ের ঘাম ঝরাতে।
আমি শিক্ষিত বলে,পেটের দায়ে অস্ত্র হতে মূর্খের মতো ডাকাতি করতে বেরই না মাঝ রাতে।
আমি শিক্ষিত বলে, যাই না মূর্খের মতো সরাসরি ঝামেলা পাকাতে।
আমি শিক্ষিত বলে,চায়না বিচার মূর্খের মতো হাত তুলে রবের দরবারে।
আমি শিক্ষিত বলে,রাস্তায় চলিনা রবের ভয়ে মুখ নীচু করে।
আমি শিক্ষিত বলে,মূর্খের মতো করিনা হারাম হালাল বিচার।
আমি শিক্ষিত বলে,মূর্খের মতো পা ফেলিনা নীচের দিকে তাকিয়ে।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো বেড়ায়না সারাদিন এদিক ওদিক হাকিয়ে।
আমি শিক্ষিত বলে,মূর্খের মতো অফিসের দুয়ারে দুয়ারে ঘুরি না বাবু বাবু বলে।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো মরে পড়ে থাকিনা রাস্তার ধারে,কোন রোগ ব্যাধি হলে।
আমি শিক্ষিত বলে,মূর্খের মতো কখনো যায়না ডাস্টবিনের কাছে।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো কখনো ছুটিনি সত্যের পাছে।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো কখনো থাকিনি চশমা বিহীন চোখে।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো  কখনো করিনি আহা! দয়া মায়া।
আমি শিক্ষিত বলে, মূর্খের মতো কখনো চায়নি রবের ছায়া।
                              (২)
আমি শিক্ষিত বলে,লোভ লালসায় মেতেছি সর্বদা।
আমি শিক্ষিত বলে, কলমের খোঁচা মেরে করেছি কত ব্যাঙ্ক ব্যালেন্স, গড়েছি কত অট্টালিকা।
আমি শিক্ষিত বলে, পায়ে হাঁটি না রাস্তা সর্বদা গাড়ি করে চলি।
আমি শিক্ষিত বলে,কথায় কথায় অহরহ মিথ্যা আমি বলি।
এই তো আমি শিক্ষিত আজ,
শিক্ষা নিয়ে চালাই ফন্দিবাজ।
     (০৫/১১/২০১৮)