“মা”
তুমি বিশ্বে সবার কাছে শুধু 'মা',
'মা'এই একক শব্দ আমার কাছে
''নিশ্বাসের ও বিশ্বাসের দুনিয়া।"


সন্তানকে গর্ভে রেখে দশ মাস দশদিন।
ও মা হয়েছে তুমি ত্রুটি হীন।
হয়ে মা তুমি দাসের মতো,
সারা জীবন অবিরত,
করে গেলে স্বার্থহীন কর্ম,
না বুঝে নিজের মর্ম।
ওই সন্তান সন্ততির তরে।
সুখ হারিয়ে দুঃখে জীবন ভরে!


সন্তান সন্ততির নাই  ক্ষমতা,
কেমনে দেখায় তোমার প্রতি মমতা!
তোমার কাছের ঋণের,
ওই দুঃখ কস্টের দিনের।


ওই শেষ বিচারের দিন,
হবে তারা দিশাহীন,
তোমায় ছাড়া পার পাবেনা।
সেদিন তারা হায় হায় বলবে,
আর গভীর জাহান্নামে জ্বলবে,
ওই আমার দরদি মা।


তাই বলি ওই মাকে ভুলো না!
ওই মা ছাড়া কোন জনম পার পাবো না!
'মা' এই 'মা' তোমার আমার
"নিশ্বাসের বিশ্বাসের দুনিয়া!"
[১৯/১২ /২০১৮]