আমি অঙ্কে একেবারে একশো শতাংশ,
বাংলাতেও মানপত্র ভর্তিই অধিকাংশ।
জানো কি ? ইংরেজিতে হেব্বি ট্যালেন্ট,
নম্বর একেবারে পূর্ণ একশো পার্সেন্ট।
বাকী গুলোতেও দেখি ভালোই ভালো,
আঁধার কেটে সব কিছু আলোই আলো।
পড়তে আমি একেবারে তোতা পাখি,
না পড়ার কাজে সদা আমার বন্ধ আঁখি।
এতেই উৎফুল্লিত যে আমার চোদ্দগুষ্টি,
আমার সাফল্য,আমার যেন আত্মতুষ্টি।
মূল্যায়নের শত সার্থকতা, বয়ে চলে পথ
অছোঁয়ায় গতিশীল মূল্যায়নের মনোরথ।
“মনুষ্যত্বে ও মানবিকতায় আমি নিরপরাধ,
চোখে কালো চশমা, উত্তরণে চির বাঁধ!”
পূর্ণ নম্বরে,শূন্য অম্বরে, আমার স্তব্ধ শায়ন,
‘আমি শিক্ষিত’,জেনো এই আমার মূল্যায়ন।