★নতুনসাহিত্য★
              (১০/০৯/২০১৮)
আসুন  বসুন দেখুন সবে পড়ুন কবিতা।
ও রাম-রহিম ও সুফিয়া সবিতা।।
নাই এ কোন ছন্দে,
ভরে নাই হাতের গন্ধে।
ঠাঁই মেলা ভার এ বন্দে।।
অলংকার সেথা টেকেনা।
চোখ তুলে তাই কেউ দেখেনা।।
অর্থও যায় সেথা বেঁকে।
আশপাশ এদিকওদিক হেঁকে।।
চরণের কথা মাথায় থাকেনা।
বিরাম আমায় আরাম রাখেনা।।
তা রবীন্দ্রনাথের শোনা নয়।
সতেন্দ্রনাথের বোনা নয়।।
সেথা ফুটে ওঠেনাও জীবনানন্দ।
তাই চলা হয়েছে এ মন্দ।
বর্তমানের ছেলে গো তাই পাই খুঁজে কঠিন শব্দ।
যা দিয়ে সমাজ টাকে করিতে পারি জব্দ।।
আমার আসেনাও কাজী নজরুল।
তাহলে কিভাবে হবো আমি,
প্রতিবাদ, বিদ্রোহে মশগুল।।
আমি নয় কোন কবি।
আরও নয় প্রভাতের রবি।।
আমি দুপুরের তেজি সূর্য।
মোকাবেলা করবো যত দূর্যোঃ।।
লেখনির কলমটাকে।
ছাড়বো যুগান্তরের ঘুর্নিপাকে।।
মৌমাছির হুলের মতো।
আমার আছে লেখনি শক্তি যতো;
তা লেখনিতে ফোটাবো।
ঘুমন্ত সমাজকে জাগিয়ে ওঠাবো।।
বন্ধ করবো যতো গায়কের সুর
আর নর্তকীর নিত্য।
গড়বো আমি নতুন সাহিত্য।।