(৩১)★সম্পর্ক হীন★
(১১/০৭/২০১৮)
অবিচলিত কন্ঠে আরজ আসে
তাকিয়ে মানব সৃষ্টির ইতিহাস।
একজন করিয়াছে আশা
সফলকামী হতে দিয়াছে বাস।।
সম্পর্ক হীন অতীত, সম্পর্ক হীন ভবিষ্যৎ
দুয়ের মধ্যে একই মিল।
অহরহ হতেছে বর্তমানেও
অন্তরে দিয়েছে শীল।।
জীব-জন্তুরা সম্পর্ক হীনতায়
পালন করিয়া যায় বিধির বিধান।
কালে কালে নামিয়াছে চরম বিপর্যয়
বর্তমানেও ব্যতিক্রম নয় চোখে পড়ে কত নিশান।।
মাঝের দুনিয়া টা মনে হয়
সম্পর্ক নিয়ে সুখের পথ।
যে সম্পর্ক হীনে বেড়েছে মানব
সে সম্পর্ক হীনে হবে কেয়ামত।।