"কৃপণ ছিল তাই"
করেছিল যত, শত শত
তন্দ্রাচ্ছন্ন ভাবে ধন মাল
তার সাথে আরও মাবুদ খুশির ধন।


হঠাৎ করে ক্ষয়ে বহে একদিন
টাকাপয়সা, জমিজায়গা
সব সম্পত্তি  গিয়েছিল স্রোতে,
পারেনি কিছুই ধরে রাখতে।
তাতে একটুকুও বিচলিত হয়নি তার মন।


স্বপ্নে দেখে তার জান্নাত গমন!
প্রশ্ন জাগে, এমনি কি ছিল তার ধরনিতে রোল?
ভাবিওনা, কান খুলে শুনে নাও মাবুদের বোল।
কৃপণ হয়েছিল,আঁকড়ে ধরেছিল,
ক্ষয়ে যেতে দেয়নি মাবুদ খুশির আমল।।
(২২/১০/২০১৮)
(৯.৩৭ am)