"কস্টের ফল"
যখন সবাই ডুবে ছিল পাপের সাগরে
উদ্ধার করতে আগমন ঘটলো যার ;
ঘাড়ে চরম কস্ট ছিল তাঁর।
ওই ঘাড়ে উদ্ধারে যারা হলো পরম সুখী।
তার মধ্যে কেউ কেউ,
তাঁকে করে তুচ্ছ হেয়,
পড়ে রইলো সারা জীবন,
অনল সাগরে হয়ে চির দুঃখি।
তাঁরই কস্টে ধন্য আজি
ওই শান্তি পুর।
কস্ট হাজির শান্তি নিয়ে,
আমাদের চিন্তা করতে এলো দূর।
কস্ট করে সত্য পথে
চড়ে গেছেন শান্তি রথে
আল্লাহর দিদারে!
যত কস্ট তাঁরই পাতে
তত শান্তি তাঁরই হাতে
যিনি সবই পারে!
তাঁর হতে পেয়েছেন তিনি
আমরা তাকে চিনি
সেই তো মহা মানব
শেষ নবী প্রিয় মোহাম্মদ (সাঃ)।
তোমারও তো চাই সুখ শান্তি,
দূর করে তাই বর্তমানের ক্লান্তি।
কস্ট কর কস্ট কর,
তাঁরই পথ আকড়ে ধরো;
তোমারও কস্ট ক্ষয়ে যাবে
পাবে চিরশান্তি!