(21)   "প্রতিবাদের সুর"
কিসের এত পড়াশোনা করায়,
বর্তমানের সরকার।
কিসের এত   অভিজ্ঞতা অর্জন,
সবই তো বাদ, মুলে টাকার দরকার।।
তুমি তো সাধারন দুঃখি,
কোনো রকম পড়াশোনা করো।
ভুলে যাও সুখের আসা,
টাকা নাই অনাহারে মরো।।
সাধারনের ধন নেয় সরকার,
নিজের ভান্ডার জমায়।
নিজের সার্থ পূরণে,
সাধারনের জীবন কমায়।।
হয় নাকি ক্রোধ তোমার?
তাহলে ভাবছ কেন্ নিজেকে ইতর!
ক্ষমতা বাড়াও, যোগ দাও আমার লিখনির ভিতর।। ----<কালাম হাবিব>----১/১/২০১৭
(সাহাবান চক, বেদরা বাদ, মালদা)