সকলের ইচ্ছের মতোন নিজেকে বদলাতে পারিনি
বলেই পাহাড়ের কাছে নদীর ধারে কখনো তারি বনে
চাঁদের প্রহরে ওমবাগানে টু মারি, আমি একা নয় আরো অনেকেই
             বিষন্ন উচ্ছ্বাসের ঝড় তুলে
কেবলি নিজেকে নিজের মতোন স্বরুপরেখার অতলতা
এমনি সময়ে ক্রিয়া প্রতিক্রিয়ার আত্মোন্মোচন হয় তখন


অন্য অনেকের মতোই ক্ষণিক রুপান্তরিত হয়
                 আপেক্ষিক তরল সত্তায়...
পেঁচার চোখ নিবিড় পর্যবেক্ষণ কীটপতক্ষের দিকে
                                 অত:পর...


গাণিতিক নিয়মে পুনরায় ফিরে আসি
                        জীবন ডেরায়
মস্তিস্কের কোষে কোষে ক্ষরণ রেখা
তবুও যেন নিজের প্রতি নিজের অভিমান
আহা! সেই সময়টি কেন স্থির নয়


ভাবনার ধুম্রজালে বিচ্ছুরণ ঘটে
লোহিতকণার স্রোত প্রবাহে
মানুষ ও মনুষ্য বাস্তবতা এক নয়
                            ভিন্নতর অন্যতর