সূর্যটা ডুবুডুবু। আকাশে অমাবস্যা চাঁদ
নক্ষত্ররা ফিরে গেলেআকাশে তাকাবেনা কেউ
বাউরি বাতাস নি:শ্বাস ফেলে তিমিরের দ্বীপে
অসময়ের মেঘালয় দক্ষিণা জানালায়...


পশ্চিমা লো-হাওয়ায়  কেঁপে ওঠে মানচিত্র
লাল-সবুজের বুকে যদি বুলেটবিদ্ধ করে
ঐ বিষাক্ত হাত


বিজলীর আলোয় ক্ষনিক নগর দ্যুতিময় হলেও
সূর্যকে মনে হয় ষোল কোটি মানুষ
বিবর্ণ দেখি রক্তিম সূর্য রক্তরেখা

পুবালী রশ্নিতে পুড়ে যাক সাম্রাজ্যবাদ।