সব বসন্ত বাতাসে নদী আপন গর্ভে
কাছে এসেও খুঁজে না পেয়ে জল-
সেই নীলপরী মৎস্যকন্যা’কে দোষারোপ
করলো বটে না পাবার যন্ত্রণায়
আমি জানি শুধু
সব নদী এখনো প্রবাহিত গৃহস্ত সুখে !


কিছু পথ ধরে আসা যাওয়া উড়িয়ে ধুলা,
বৃথা রাখাল বালক বাঁশরিয় মন ময়না ;
খই ছড়িয়ে গোমর ছিটিয়ে পবিত্র আকাশ
না না তাকাবো না
বাঁশকাঠি ধান গোলায়
এবার মায়া রেখে যাক সন্তান
গৃহ কি গৃহ হয়ে আসে জীবনে


৥১২ মে ২০১২, মুণ্ডারডেইল, টেকনাফ