মাটির চোরাবালিতে টেনে নিলে
পৃথিবীতে মায়ের কোনো দোষ থাকে না আর
মানবতার রাতেই তিনি আমায় জন্ম দিলেন
অন্ধকার গলির ঠান্ডা শরীর থেকে
যখন আমার হাত সংযুক্ত করা হয়
রক্তঝরা মাথা ফেলে রাখা হয় মাটিতে
ধারালো পাথর দিয়ে আঘাত করা হয় আমার মুখমণ্ডল
মায়ের পেটেও নিরাপদ নই আমি
রক্ত পাগল জাতিরা চুষে নেয় আমার রক্ত
আঘাতে আঘাতে রক্তের বালতি খালি করতেও
তাদের অপরাধবোধ জাগে না
আকাশের তারা, চাঁদ এবং সত্যকে যখন তারা পেছনে
রেখেছে সেখানে আমার রক্ত বাঁচানোর চিন্তা বাতুলতা মাত্র
এই সব বেহায়াপনা থেকে আমি বাঁচতে পারি না
বাঁচতে দেয় না তারা
আমি আকাশকে দোষারোপ দিচ্ছি না
আমার মা-বোন সবার জন্য কাঁদেন
শুধু কাঁদে না রক্তপিপাসু জুডাসের বংশধরেরা
ত্রাণকর্তা কই যায় যখন আমার মুখ চলে যায়
আমার আর্তনাদে যখন আকাশ ভারি হয়
বধির উপত্যকা যতটা ছুয়েছে আমার হৃদয়
অবশেষে তাদের কাছে আমার রক্তই শেষ অবলম্বন
অনুনাদী চিৎকারও ত্রাণকর্তার কানে পৌঁছায় না
পৌঁছায় কী পৃথিবী সেই প্রশ্নে আজ দ্বিধান্বিত !