ভালোবেসে সবাইকে কাছে ডাকি, বানিয়ে নি ভাই-দাদা।
আমাদের অফিস-কাছারি, জামা-পোশাক-স্কুল সব নীল সাদা।
ইলেকট্রিক ওয়্যার ও একদিন রং বদলে দেবে, মানুষের রং বদলের মত।
স্ট্যান্ডার্ড আজ শুধু নীল সাদা, বাকি সব রং মানুষের থেকে গত।
সাদা সাদা মন আমাদের, আর তাতে প্রশ্ন যত আসে নীল কালিতে...
নীল সমুদ্রের জল থেকে সাদা মুক্ত আসে নোনা গরম বালিতে।
আমাদের আকাশের রং গাঢ় নীল, আর তাতে ভেসে বেড়ায় সাদা মেঘ।
শরতের দিনে নীল আকাশে মিশে যায় সাদা কাশফুল- তোরা শোভা দেখ।
দেহের শিরাতে হয় শোণিত, রং তার নীল। মাথায় যত আছে সাদা খুশকি।
দেহের পোশাকটা যদি নীল সাদায় রাঙিয়ে দেওয়া যায়, বলো তাতে দোষ কী?
ফেসবুক করি দিন রাত, তারও রং কিন্তু সাদা আর নীল।
নীল সাদাতেই মন মজে... নীল সাদা কেড়ে নেয় দিল।
শ্যামা পুজো তে সাদা মূর্তির উপর নীল ঢেলে প্রতিমা গড়া হয়।
আকাশ, বাড়ি, রাস্তা চারিদিকে নীল সাদা রং, চোখও বেশ সয়।