বহুরূপী, বহুগুনী,
ধরিত্রী মহামায়া।
ক্ষুদ্রমতি পুজি ত্বমে,
হে সর্বৈ পূজনীয়া।


কভু ক্ষয়িষ্ণু, কভু সহিষ্ণু,
কভু বা ধ্বংসপেয়ী;
কভু প্রলয়, কভু তাণ্ডব,
কভু বা জীবনদায়ী।


কভু সৃষ্টি, কভু স্রষ্টা,
কভু সর্বেশ্বরী;
কভু লয়, কভু ভ্রষ্টা,
কভু রুদ্রেশ্বরী।


কভু সুর, কভু তাল,
কভু ছন্দেশ্বরী;
কভু বিকট শ্রুতিকটু,
কভু বা অসুরী।


কভু উদ্দম দাবানল,
কভু বা হীনবল,
কভু ক্ষীণ বহ্নি;
কভু ধীর বিরতি,
কভু অস্থির ফিরতি,
কভু অগ্নিস্রোতের তন্বী।


প্রকৃতির সাম্যে
প্রতিঘাত হানে
কৃতজ্ঞ মানুষের সমাজটা।
কোথাও জলাভাব,
কোথাও জলস্ফীতি,
কোথাও সৌন্দর্যের ঘনঘটা॥



--- কলমে কান্তি