ভেবেছিলাম ভালো বাসেনি সে
সময়টা তো ছিল হাতে অল্প।
কেমন করে জানবো আমি
এতেই বুনেছিল কত গল্প।


করবে বিয়ে, সংসার হবে
আমরা থাকবো অনেক সুখে।
স্বপ্ন তার ভেঙে গেলো
আমার অলীক মুখে।


সময় তারে দিইনি আমি
আমাকে করতে কাছে
শুধু সময়টা পার করেছি
আর প্রেমটা রেখেছি 'রাজ' এ।


চাইনি জন্মাক প্রেম বেশি
দূরত্ব তৈরি করেছি আগেই
তবুও যেন আমার প্রেম
পুরোটাই তার ভাগেই।


জন্ম মৃত্যু বিয়ে লেখা হয়
বিধাতার কলম দিয়ে
তবুও যেন ভাবি বেশি
আমরা এসব নিয়ে।


সেও ভেবেছিল অনেক কিছু
বুনেছিলো অনেক স্বপ্ন
হয়তো আমার জন্যই করেছে সে
প্রপোজাল সব নো।


এতটা ভালবাসবে সে
পারিনি আমি বুঝতে।
চাইনা আমি আজও
তার মানে খুঁজতে।


শুধু জানি আমি একটা কথা-ই:
ভালবাসা ভালবাসবে
আর বাকি কাছে আসা
হবে অকারণ বৃথা-ই॥