আমি বিরক্ত হতে পছন্দ করি,
তাই বিরক্ত করে না কেউ আর।
যদি অপছন্দ হতো বিরক্তখানি,
বিরক্ত হতে হতো তবে বারবার।


আমি চুপ থাকি যখন বিরক্ত হই।
তীব্র বেগে অশ্লীল ভাষা চলে মনে।
তবু থেমে থেকে কমিয়ে নি সেই বেগ,
বাক্‌বিতণ্ডায় জড়ানোর ইচ্ছে নেই।


আমি ভালবাসি, যে ভালবাসে!
যে না বাসে, তাকেও আমি বাসি।
বাস করি ভালো লাগা না লাগার মধ্যে,
শুধু বেশি হওয়ার থেকে সরে আসি।


বেশি ভালবাসায় বেশি প্রেম জাগে,
আর আমার প্রেম তো বিরক্তিতে।
ভালো যারা বাসে, বিরক্ত হবে ঠিক;
বিরক্ত যারা, যারা ভালবেসেছিল অতীতে।


যারা ভালবাসেনি, তারা স্বাদ জানে না,
ঠিক কতটা মধুর এই বিরক্তি আসা।
যারা ভালবাসবে, তারা ঠিক জানবে,
বিরক্তির আরেক নাম ভালবাসা!


আসলে বিরক্তি খুবই প্রিয় আমার।
বিরক্ত হওয়া বাড়িয়েছি ও কারণেই।
বিরক্তির প্রতি এই এতটা ভালবাসা,
হয়তো সত্যিই আর কারও নেই।