দিন শেষে ক্লান্ত ভীষণ, পুড়ছি সন্ধ্যের দাবানলে–
দু এক ফোঁটা ঘামের মত বৃষ্টি ভেজা গরমকালে।


প্রেমের নেশা তাক লাগিয়েছে, নড়ছে ভিত অল্পতে–
হৃদয়ে যত মানুষ আসে- তারা জলদস্যু জলপথের।


একটু পোড়া সিগারেটে সুখটান যেমন মাতিয়ে তোলে,
দুপক্ষই একে অপরকে ভুলতে থাকে ব্রেক আপ হলে।


ট্রেনের কামরা লাগোয়া যেমন একে অপরের সঙ্গী হয়
জীবনটা ঠিক সূর্যালোকে নানা ঢঙের ভঙ্গিময়।


উথাল পাথাল প্রেমের মতো প্রেমিক আমরা সবাই নই,
প্রেম যাদের কপালে নেই, কী বলি ‘ফুঁটো কপাল’ বই?


স্বপ্নটা ঠিক লুকানো থাকে মনের গভীরে সুরক্ষিত,
লোক জানাজানি হলে, স্বপ্নটা হবে দুঃখিত।


অল্প মতন স্বপ্ন ভরে গঞ্জিকাতে কষিয়ে টান,
মনের গভীরে দুঃখ যত হয়ে যাবে খান খান॥